ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

নাটোর থেকে মাজেদুল নয়ন

আ’লীগের নতুনদের বিপরীতে বিএনপির পরীক্ষিতরা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আ’লীগের নতুনদের বিপরীতে বিএনপির পরীক্ষিতরা ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর থেকে: বনলতা সেনের দেশে তরুণদের শক্তি হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পক্ষান্তরে প্রধান প্রতিদ্ধন্দ্বী দল বিএনপি পুরনোদেরকেই দিয়েছে প্রাধান্য।

যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছেন বর্তমান মেয়র।

নাটোর পৌরসভায় হচ্ছে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই। সব মিলিয়ে এ পৌর এলাকার ভোটার সংখ্যা ৮২ হাজারের বেশি।

আওয়ামী লীগের এক সময়কার জাঁদরেল নেতা শঙ্কর গোবিন্দ চৌধুরীর মেয়ে উমা চৌধুরী জলি মেয়র পদে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

জলির বিপরীতে বিএনপির ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র এমদাদুল হক মামুন। বর্তমান মেয়র হিসেবে তার ব্যর্থতাই মানুষকে মনে করিয়ে দিচ্ছে। আর জলি দিচ্ছেন নতুন দিনের ডাক।

সিংড়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আরেক বর্তমান মেয়র শামীম আল রাজি লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এ পৌরসভায় গত ৫ বারের মেয়র তিনি। শিক্ষায়ও ৬ পৌরসভার মধ্যে সবচেয়ে এগিয়ে।

তার বিপরীতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রাজনীতিতে একেবারেই নবীন জান্নাতুল ফেরদৌস।

জেলার অপেক্ষাকৃত নতুন পৌরসভা নলডাঙ্গা। এখানেও বর্তমান মেয়র আব্বাস আলী নান্নুকে আবারো ধানের শীষের প্রার্থী হিসেবে বাছাই করেছে বিএনপি। তার বিপরীতেও বয়সে এবং রাজনীতিতে একেবারেই তরুণ আওয়ামী লীগের প্রার্থী শফির উদ্দিন মণ্ডল লড়ছেন নৌকা প্রতীকে।

লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায়ও নতুন মুখ সামনে এনেছে নৌকা। আওয়ামী লীগের পক্ষ থেকে ২য় নারী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনীতিতে একেবারেই নতুন এই মুর্তুজা লিলিও।

তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজ্ঞ রাজনীতিবিদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আর বর্তমান মেয়র বিএনপির মঞ্জুরুল ইসলাম বিমল রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

বড়াইগ্রাম পৌরসভায়ও লড়ছেন বিএনপির আরেক বর্তমান মেয়র ইসহাক আলী। তার বিপরীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল বারি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।

গুরুদাসপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র শাহনেওয়াজ। ৫ বছর আগের পৌরসভা নির্বাচনে তিনিই আওয়ামী লীগের একমাত্র বিজয়ী প্রার্থী ছিলেন।

তার বিপরীতে বিএনপির হয়ে সাবেক মেয়র মশিউর রহমান বাবুল লড়ছেন ধানের শীষ প্রতীকে।

ভোটাররা বলছেন, বিএনপি তাদের বিগত দিনের বিজয়ীদের মূল্যায়ন করেছে। অন্যদিকে আওয়ামী লীগ দাঁড় করিয়েছে নতুনদের। যাদের হয়তো পরিচিতিও নেই এতোটা। তবে ৩০ ডিসেম্বরই বোঝা যাবে মানুষ কাকে গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এমএন/এএসআর

** নির্বাচনী প্রচারণায় অটো ও রিকশা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।