ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

যশোরে ৫ প্রার্থীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
যশোরে ৫ প্রার্থীকে জরিমানা

যশোর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরে তিন মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফুর রহমান এ জরিমানা করেন।



যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফুর রহমান বাংলানিউজকে বলেন, অন্য প্রার্থীর ছবি নামানো ও দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে পাঁচ হাজার, রঙিন ছবি ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী এসএম কামরুজ্জামান চুন্নু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও দু’জন কাউন্সিলর প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।