ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
হবিগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ইশতেহার ঘোষণা

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মিজানুর রহমান মিজান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।



ইশতেহারে তিনি নির্বাচিত হলে হবিগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরসহ ২৭টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন।

এ সময় তিনি জানান, তিনি আওয়ামী লীগের বিদ্রোহী নয়, জনগণের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম ও তার লোকজন তার সমর্থকদের মামলায় জড়ানোসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।

তিনি আরো অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী পৌরসভার নিরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই প্রশিক্ষণ কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করছেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।