ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

গোপালপুরে কাউন্সিলর প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
গোপালপুরে কাউন্সিলর প্রার্থীর জরিমানা ছবি: প্রতীকী

টাঙ্গাইল: আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গোপালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিরা শেখকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এ জরিমানা করেন।



গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, হিরাসহ তার সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করে মিছিল করায় প্রথমে তাকে
মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে দ্বিতীয় দফায় আবারও আচরণবিধি লঙ্ঘনের করে মিছিল করলে হিরা শেখকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।