ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

কুলাউড়ায় আ’লীগের মেয়র প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কুলাউড়ায় আ’লীগের মেয়র প্রার্থীকে শোকজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম সফি আহমদ সালমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
 
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।


 
তিনি জানান, এ কে এম সফি আহমদ সালমান কুলাউড়া উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সংবর্ধনা জনসভায় গিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ও ভোট চেয়েছেন। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।