ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

চান্দিনায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
চান্দিনায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর ৩৭ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মফিজুল ইসলামের কর্মী মনির হোসেন চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন।



এতে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান সরকারের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করা যাবে না।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।