ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কমলগঞ্জে জনগণের মুখোমুখি ৭ মেয়রপ্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কমলগঞ্জে জনগণের মুখোমুখি ৭ মেয়রপ্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৭ মেয়রপ্রার্থী জনগণের মুখোমুখি হয়ে কমলগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার শপথ নিয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভানুগাছ সাব রেজিস্ট্রার মাঠে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে শপথ নেন তারা।



৭ মেয়র প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমেদ (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মো. আবু ইব্রাহিম জমসেদ (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রফিকুল আলম (লাঙ্গল), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) হাছিন আফরোজ চৌধুরী (জগ), মো. জাকারিয়া হাবিব বিপ্লব (নারিকেল গাছ) ও মো. মাসুক মিয়া (মোবাইল ফোন)।

অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়ের সভাপতিত্বে এবং সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ও কমলগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. ছাদিক আহমদ, সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাউন্সিলর প্রার্থী আশরাফুল হক বদরুল, জহির আলম নান্নু, মহিলা কাউন্সিলর প্রার্থী রীতা রানী পাল (মুক্তা), পৌর নাগরিক মোনায়েম খান ও শফিকুল ইসলাম সুফি।

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা মেয়র প্রার্থীদের পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন
করেন। এসব প্রশ্নের জবাবে মেয়র প্রার্থীরা দুর্নীতিমুক্ত পৌরসভা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্তা সংস্কার, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহ, যথাযথ নাগরিক সেবা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ০৭৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।