ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কুলাউড়ায় আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কুলাউড়ায় আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি আলম ইউনুছকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি হোটেলে  সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কৃষক লীগের উপদেষ্টা আব্দুল মুনিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা কৃষক লীগের নেতা মো. আব্দুল কাইয়ুম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।