ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

গৌরনদীতে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
গৌরনদীতে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ‍তাদের এ জরিমানা করা হয়।



এরা হলেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম টিটু ও ফরহাদ হোসেন মোল্লা এবং ৯ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম রিপন ও সামাদ হোসেন মুন্না।
 
মাইক বাজিয়ে জনমনে বিরক্তি সৃষ্টি করায় ৫ হাজার টাকা করে তাদের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, নির্বাচনকালীন মোটরসাইকেল চলাচলে বিধি লঙ্ঘনের দায়ে ৪ মোটরসাইকেল মালিকের কাছ থেকেও মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।