ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

পৌরসভায় পৌঁছালো ব্যালট, প্রচারণা শেষ সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পৌরসভায় পৌঁছালো ব্যালট, প্রচারণা শেষ সোমবার

ঢাকা: সারাদেশের নির্বাচন উপযোগী পৌরসভাগুলোয় পৌঁছেছে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ। রোববাব (২৭ ডিসেম্বর) শেষ হচ্ছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও।



আর প্রচ‍ারণা শেষ হবে সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১২টায়।

নির্বাচন কমিশনের (ইসি) প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুজ্জামান বাংলানিউজকে জানান, দেশের ১১টি অঞ্চলের ২৩৪পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে
ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে স্ট্যাম্প প্যাড, লাল গালা, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্র্যাস সিল, অমোচনীয় কালি, হেসিয়ান বড় ব্যাগ ও হেসিয়ান ছোট ব্যাগসহ নির্বাচনী সব উপকরণ পাঠানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিরা ওইসব উপকরণ গ্রহণ করেছেন। যা আগামী ২৯ ডিসেম্বর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।

সূত্র জানায়, পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৭২ লাখ ভোটারের জন্য ২ কোটি ১০ লাখের মতো ব্যালট পেপার ছাপিয়েছে ইসি। ৩ হাজার ৫৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

এদিকে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হচ্ছেন ভোটগ্রহণ কর্মকর্তারাও। রোববার (২৭ ডিসেম্বর) তাদের প্রশিক্ষণ শেষ হবে।
 
অন্যদিকে আগামী সোমবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত ১২ টার আগেই সব ধরনের প্রচরাণা বন্ধ করতে হবে প্রার্থীদের।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থী, ভোটার বা অন্য কোনো ব্যক্তি ধূমপান করতে পারবেন না।

আবার লাইটার দিয়াশলাই নিয়েও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না কেউ। বিরত থাকতে হবে মোবাইল ফোন ব্যবহারেও।

এরইমধ্যে নির্বাচনী অপরাধের বিচারার্থে বিচারিক ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে ইসি।

সোমবার থেকেই মাঠে থাকছেন তারা। এছ‍াড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে নামবে সোমবার।

প্রায় ৭০ হাজারের বেশি ফোর্স এ নির্বাচনে মোতায়েন থাকবে। যারা সন্ত্রাস ধরতে অভিযানও চালাবে।

এদিকে রোববার মধ্যরাত অর্থাৎ ১২টার আগেই মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসি। যা ৩১ ডিসেম্বর সকাল ৬ পর্যন্ত বলবৎ থাকবে।
তবে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত পর‌্যন্ত।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করছে ইসি।
 
বাংলাদেশ  সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।