ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

‘নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ সিট পাবে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ সিট পাবে বিএনপি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ সিট বিএনপি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভার পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী বদিউজ্জামান বদির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



মাহবুব উদ্দিন খোকন বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে অতীতের মতো ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণ এবার বসে থাকবে না। সরকারের পতন ঘটিয়ে বিএনপি’র নেতাকর্মীরা ঘরে ফিরবে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক এমপি ফজলুল হক মিলন, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।