ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নৌকার পক্ষে ভোট চাইলো ময়মনসিংহ আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
নৌকার পক্ষে ভোট চাইলো ময়মনসিংহ আ.লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাইলো ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালুকা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম ও ত্রিশালে জুয়েল সরকারের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগ নেতারা।



ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটুর নেতৃত্বে নেতারা ভালুকা পৌর বাসস্ট্যান্ড, বাজারসহ বিভিন্ন পয়েন্টে জনসংযোগ করেন।

পরে ত্রিশালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল সরকারের পক্ষে প্রচারণা চালান তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠান, মোয়াজ্জেম হোসেন বাবুল, অর্থ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, কোতয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা ও কাউন্সিলর ফারুক হাসান, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল মিন্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভালুকায় পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত উসমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ারুল হক রিপন ও জেলা তৃণমূল লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এএমকে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।