ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

সাভারে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
সাভারে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে স্বতন্ত্র মেয়র প্রার্থী সালাউদ্দিন খান নঈমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৌর এলাকার গেন্ডা মহল্লায় নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় তিনি পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিক তুলে ধরেন। অবাধ, সুষ্ঠ‍ু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের সাথে বদ্ধ-পরিকর। সুষ্ঠু নির্বাচনের সার্থে নির্বাচন কমিশন কোনো প্রকার অনিয়ম করবেনা না বলে আমি মনে করি। অবাধ ও সুষ্ঠ‍ু নির্বাচনের  লক্ষ্যে পৌর এলাকার ২ ও ৮ নং ওয়ার্ডকে তিনি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রকার প্রশ্নের জবাবও দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।