ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

কালিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কালিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কারাদণ্ড ছবি : প্রতীকী

নড়াইল: নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের এক সমর্থককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেন এ সাজা দেন।



ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রচারণার সময় ভোটারদের ভয়ভীতি দেখানোর দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটনের(চামচ প্রতীক) সমর্থক মাহবুবুর রহমানকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।