ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জে আ’লীগের মেয়রপ্রার্থীর প্রচারমাইকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
হবিগঞ্জে আ’লীগের মেয়রপ্রার্থীর প্রচারমাইকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতাউর রহমান সেলিমের প্রচার মাইক ও রিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় হবিগঞ্জ পৌরসভার ব্যাকরোডের বৃন্দাবন সরকারি কলেজের কাছে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, রাতে শহরের ব্যাকরোডের বৃন্দাবন সরকারি কলেজ এলাকায় দাঁড় করিয়ে রাখা প্রচারমাইকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে রিকশা ও মাইকটি পুড়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।