ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন

কুয়াশায় খসে পড়ছে

নতুন পোস্টার লাগাতে হচ্ছে প্রার্থীদের

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নতুন পোস্টার লাগাতে হচ্ছে প্রার্থীদের ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাবতলী (বগুড়া) থেকে: পৌষের সকালে টপটপ করে ঝরছে কুয়াশা। সঙ্গে খসে পড়ছে প্রার্থীদের পোস্টার।

কর্মীরাও বসে নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খসে পড়া স্থানগুলোতে নতুন পোস্টার টানিয়ে দিচ্ছেন। নতুন পোস্টার লাগাতে শহর, পাড়া, মহল্লার রাস্তাঘাট ও অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন তারা।

নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তাই নির্বাচনী উত্তাপও বাড়ছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গোটা নির্বাচনী এলাকা পোস্টারে ছেয়ে ফেলেন। কুয়াশার কারণে পলিথিনে মুড়িয়ে দেওয়ার পরও পোস্টার রক্ষা করা যাচ্ছে না। ফলে অনেক পোস্টার ছিড়ে নষ্টও হয়েছে। সেজন্যই নতুন পোস্টার লাগানোয় ব্যস্ত নির্বাচনী কর্মীরা।  

রোববার (২৭ ডিসেম্বর) বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচনী এলাকায় সরেজমিনে ঘুরে বাংলানিউজের ক্যামেরায় সেই চিত্রই উঠে আসে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত তিনটিসহ মোট ১২টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত গাবতলী পৌরসভা। এ পৌরসভায় মোট ১৫ হাজার ৪৯৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২৯ জন ও নারী ভোটার ৭ হাজার ৭৬৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। কক্ষের সংখ্যা ৪৮টি। অস্থায়ী ভোটকেন্দ্র একটি। আর অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫টি।

এ পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম ধানের শীষ, আওয়ামী লীগের প্রার্থী মোমিনুর হক শিলু নৌকা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল পাইকার জগ এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুল হাই আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৮ জন ভোটযুদ্ধে লড়ছেন।

পুরুষ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে পাঞ্জাবি, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্ল্যাক বোর্ড, স্ক্রু ড্রাইভার, উটপাখি, গাজর, টিউব লাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢেঁড়শ প্রতীক নিয়ে যে যার মতো প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নারী মহিলা কাউন্সিলর প্রার্থীরা আঙ্গুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি, হারমোনিয়াম প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমবিএইচ/টিআই/এএসআর

** শেরপুরে দুই ‘তুখোড়ে’র লড়াই
** লোক বুঝে মার্কায় সিল হবে গোপনে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।