ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

সারিয়াকান্দিতে ৪ মেয়রসহ ১ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সারিয়াকান্দিতে ৪ মেয়রসহ ১ কাউন্সিলর প্রার্থীর জরিমানা ছবি : প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভা নির্বাচনে চার মেয়র ও একজন কাউন্সিলর প্রার্থীর ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেল থেকে রোববার (২৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান এ জরিমানা করেন।



রো‌ববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহকারী কায়েম উদ্দিন বাংলনিউজকে জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলমগীর শাহী সমুন (নৌকা প্রতীক ) ৩০ হাজার টাকা, আব্দুল হামিদ সরদার (জগ) প্রতীক পাঁচ হাজার টাকা, আব্দুর রশীদ ফারাজী (চামচ প্রতীক) পাঁচ হাজার টাকা, খন্দকার খোরশেদ আলম (মোবাইল ফোন) এক হাজার টাকা, ও এক নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মিলন মিয়াকে (উট পাখি) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।