ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

সৈয়দপুরে বিএনপি মেয়র প্রার্থীর জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সৈয়দপুরে বিএনপি মেয়র প্রার্থীর জরিমানা

সৈয়দপুর (নীলফামারী): নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত।



রিটার্নিং অফিসার জুলহাস উদ্দিন বাংলানিউজকে জানান, ওই প্রার্থীর কর্মী ও সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরে মিছিল করলে পুলিশ তাদের আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।