ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলমের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন ও আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেনের কাছে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রণ বিক্রম ত্রিপুরা স্বাক্ষরিত এ অভিযোগ দেওয়া হয়।



লিখিত অভিযোগে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন, মামলার তথ্য গোপন, দলের সমর্থকদের খুন জখমের হুমকি ও নির্বাচনী প্রচারণায় হামলাসহ ৯টি অভিযোগ দাখিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।