ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

চাটখিলে ৮ প্রার্থীর ৩২ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
চাটখিলে ৮ প্রার্থীর ৩২ হাজার টাকা জরিমানা

নোয়াখালী: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালীর চাটখিল পৌরসভায় আট কাউন্সিলর প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ ন ম বদরুদ্দোজা তাদের জরিমানা করেন।



তাদের মধ্যে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল খায়েরকে ৭ হাজার টাকা, ১-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রেখা বেগমের ৩ হাজার টাকা, মিনু আক্তারকে ৩ হাজার টাকা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা,  ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহেদকে ১ হাজার, কফিল উদ্দিন ভূইয়াকে ৫ হাজার টাকা, হুমায়ূন কবিরকে ৫ হাজার টাকা ও নওশাদুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ ন ম বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, আচরণবিধি লঙ্ঘন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫       
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।