ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

আখাউড়ায় আ’লীগ প্রার্থীর প্রচার গাড়িতে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আখাউড়ায় আ’লীগ প্রার্থীর প্রচার গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
 
রোববার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে পৌর এলাকার দেবগ্রাম বেইলি ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


 
এতে প্রচার গাড়ির সামনের কাচ সম্পূর্ণ ভেঙে গেছে এবং চালক শাহিন মিয়া আহত হয়েছেন।
 
শাহিন মিয়া বাংলানিউজকে বলেন, দেবগ্রাম বেইলি ব্রিজ এলাকায় যাওয়ার পর একটি মোটরসাইকেল থেকে তার অটোরিকশায় হামলা চালানো হয়। মোটরসাইকেলের আরোহী একটি লাঠি দিয়ে অটোরিকশার সামনের কাচে আঘাত করেন। এতে কাচটি সম্পূর্ণ ভেঙে গেছে। তবে মোটা কাপড় পরায় তিনি সামান্য আহত হয়েছেন।
 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫         
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।