ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

এবার শোকজ নয়, দুই এমপিকে এলাকা ছাড়তে বললো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এবার শোকজ নয়, দুই এমপিকে এলাকা ছাড়তে বললো ইসি

ঢাকা: ৩০ ডিসেম্বর-বুধবারের পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দুই সংসদ সদস্যকে (এমপি) এলাকা ছাড়তে বললো নির্বাচন কমিশন (ইসি)। ওই দুই এমপি হলেন বরগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

আর বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন, যাকে আগে একবার শোকজ করেছিল সংস্থাটি।

ইসির উপ-সচিব সামসুল আলম বাংলানিউজকে জানিয়েছেন, ওই দুই এমপিকে এলাকা ছাড়ার জন্য নিদের্শনা দিয়েছে ইসি। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চার এমপিকে শোকজ করা হয়। এছাড়াও দুই এমপিকে সতর্কও করে ইসি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ইইউডি/আইএ

** পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট
** মধ্যরাতে নামছে বিজিবি
** আচরণবিধি ভঙ্গ করায় দুই এমপিকে শোকজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।