ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপিকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপিকে শোকজ সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ / ফাইল ফটো

জামালপুর: আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

রোববার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহেনশার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদ।



তার ভাতিজা নূরুন্নবী অপু আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এজন্য এমপি আবুল কালাম আজাদ তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন ও স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করছেন বলেও অভিযোগ রয়েছে।

এ অবস্থায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন আবুল কালাম আজাদকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না-এ মর্মে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।