ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

সিলেটের তিন পৌরসভায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সিলেটের তিন পৌরসভায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

সিলেট: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের সিলেটের তিন পৌরসভা কার্যালয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি এবং প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য।

সোমবার সকাল থেকে পৌর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা নির্বাচনী কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে যান।

এদিন, সকালে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটে ও দুপুরে গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনী সরাঞ্জম পৌঁছানো হয়।

নির্বাচনের প্রয়োজনীয় সব সরঞ্জাম বুঝে পেযেছেন বলেও জানান সিলেটের কানাইঘাট পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা কামাল আহমদ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।