ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

পাংশায় বিএনপি মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পাংশায় বিএনপি মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁদ আলী খান।

আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মো. চাঁদ আলী খান।



সোমবার(২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পাংশা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, বিএনপি প্রার্থী চাঁদ আলী খানের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিংকু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শওকত সরদার ও পাংশা থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মেয়র প্রার্থী চাঁদ আলী খান বলেন, ৩০ ডিসেম্বর পাংশা পৌরসভার নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন কিনা, এ নিয়ে আমার সন্দেহ রয়েছে। কারণ আমি অশুভ আলামত লক্ষ্য করছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।