ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

শেরপুর পৌর নির্বাচন

বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি আ.লীগ প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি আ.লীগ প্রার্থীর

শেরপুর: যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছেন শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি।



লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর এলাকার শেখহাটি মহল্লায় তার দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় বিএনপি নেতা মজনু মিয়া ও অন্যরা প্রকাশ্যে সভা করে বাঁশের লাঠি ও তীর-ধনুক প্রস্তুত করার ঘোষণা দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ফখরুল মজিদ খোকন, অ্যাডভোকেট আবুল কাশেম, প্রকাশ দত্ত, মহিলা লীগের নেত্রী শামছুন্নাহার কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।