ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন

নওয়াপাড়ায় কাউন্সিলর প্রার্থীর ৬ কর্মীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নওয়াপাড়ায় কাউন্সিলর প্রার্থীর ৬ কর্মীর জরিমানা

যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় আচরণবিধি ভঙ্গ করায় এক কাউন্সিলর প্রার্থীর ছয় কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর  উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রাজিব আহসান এ দণ্ডাদেশ দেন।


 
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- পৌরশহরের গাজীপুর এলাকার তবিবুর রহমান (৪৪), দেলোয়ার হোসেন (২৯), মহিউদ্দিন সরদার (৫৫), রাজ্জাক শেখ (৪৫), জাফরপুর গ্রামের বাবু শেখ (৪৪) এবং রাজঘাট এলাকার তুহিন মোল্লা (২৪)।  
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহসান বাংলানিউজকে বলেন, বিকেলে পৌরসভার ৮নং রাজঘাট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিপুল শেখের কর্মীরা আচরণবিধি ভঙ্গ করে মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয় কর্মীকে আটক করা হয়।
 
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫         
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।