ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

আ’লীগ প্রার্থীর পক্ষে না থাকায় যশোরে জাপা নেতাকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আ’লীগ প্রার্থীর পক্ষে না থাকায় যশোরে জাপা নেতাকে বহিষ্কার

যশোর: পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর পক্ষে কাজ না করায় জাতীয় পার্টির (জাপা এরশাদ) যশোর পৌর কমিটির সদস্য সচিব আবু রায়হান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, “যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে জেলা জাতীয় পার্টি পূর্ণ সমর্থন দেয়।

কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আবু রায়হান খোকা অন্য প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হলো”।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।