ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

নরসিংদী থেকে সেরাজুল ইসলাম, মহিউদ্দিন মাহমুদ

‘নরসিংদী হবে মায়াময় শহর’

সেরাজুল ইসলাম সিরাজ ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
‘নরসিংদী হবে মায়াময় শহর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী থেকে: নরসিংদী শহরকে আদর্শ মায়াময় শহর হিসেবে গড়ে তুলতে চান আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান।

আর্দশ মায়াময় শহর বলতে মাদক, সন্ত্রাস, হিংসা, হানাহানি মুক্ত সুন্দর, শান্তিপূর্ণ পরিকল্পিত বাসযোগ্য সুখী শহরকে বোঝাতে চাইছেন মো. কামরুজ্জামান ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।



সোমবার (২৮ ডিসেম্বর) নরসিংদী পৌর সভার বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এ কথা জানা যায়।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেব হোসেন বাংলানিউজকে বলেন, কামরুজ্জামানের নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি নরসিংদীকে মায়াময় শহর হিসেবে গড়ে তোলা।

মায়াময় শহর বলতে কি বোঝাতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্দশ মায়াময় শহর বলতে এ শহর হবে মাদক, সন্ত্রাস, হিংসা, হানাহানি মুক্ত সুন্দর শান্তিপূর্ণ সুখী শহর।

তালেব হোসেন বলেন, নরসিংদী এক সময় ময়লাপূর্ণ শহর ছিল। এখন অনেক সুন্দর। জনবন্ধু লোকমান হোসেন এটাকে একটা পর্যায় পর‌্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেটাকে এগিয়ে নিচ্ছেন তার ভাই কামরুজ্জামান।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী (প্রয়াত মেয়র লোকমানের স্ত্রী) বাংলানিউজকে বলেন, কামরুজ্জামান গত বারের চেয়ে এবার বেশি ভোট পেয়ে বিজয়ী হবে। কারণ সে শিশু পার্ক, দোয়েল চত্বর, স্মৃতিসৌধ, জনদাবির প্রেক্ষিতে লোকমানের সমাধী সৌধের মাধ্যমে মানুষের মনে ঠাঁই করে নিয়েছে।

তিনি বলেন, শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ, এ শহরকে পর‌্যটন শহরে পরিণত করা যেন অন্য এলাকা থেকে লোকজন এ শহর দেখতে আসে সে পরিকল্পনা রয়েছে কামরুজ্জামানের।

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ মৃধা বলেন, কামরুজ্জামান বিগত সময়ে যেভাবে কাজ করেছে, আগামী দিনে যেভাবে কাজ করার পরিকল্পনা করছেন, তাতে জনগণ কামরুজ্জামানকেই ভোট দেবে।

ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম নৌকার প্রার্থীর কাছে প্রতিদ্বন্দি মনে করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তবে তাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে আশা করছে তারা।

জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিনয় সাহা বাংলানিউজকে জানান, আমরা মনে করছি এখানে ত্রি-মুখী লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই। এখানে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। তবে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।

নরসিংদী পৌরসভায় নয়টি সাধারণ ওয়ার্ডে ৮৭ হাজার ২৩ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৩ হাজার ৩৭৮ ও মহিলা ভোটার রয়েছে ৪৩ হাজার ৬৪৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৩৪টি।

যখন নির্বাচনের প্রচারণা দামামা শেষ (সোমবার মধ্যরাতে) তখন নরসিংদী শহরে ঘুরে নির্বাচনী ক্যাম্প অফিস গুলো জমজমাট দেখা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন দেখা না গেলেও, মোড়ে মোড়ে চায়ের দোকানগুলো ছিল জমজমাট।

অন্যদিকে জেলা নির্বাচন অফিসে ভোট কেন্দ্রের মালামাল পাঠানোর জন্য প্রস্তুত করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।