ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মধুপুরে নগদ অর্থ বিতরণের অভিযোগে যুবকের জেল-জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
মধুপুরে নগদ অর্থ বিতরণের অভিযোগে যুবকের জেল-জরিমানা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণকালে মো. আক্তার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

আক্তার হোসেন পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ধানের শীষের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণের সময় আক্তার হোসেন নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে মধুপুর পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়ার সহকারী কমিশনার (ভূমি) নূরে তাজনিমার সামনে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আক্তার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।