ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

কুমিল্লার ব্যালট পেপার ভোটকেন্দ্রে যাচ্ছে

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কুমিল্লার ব্যালট পেপার ভোটকেন্দ্রে যাচ্ছে ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা থেকে: কুমিল্লা জেলার ছয়টি পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী যাবতীয় সরঞ্জামাদির বিতরণ শুরু হয়েছে।

সরেজমিনে চৌদ্দগ্রাম পৌরসভায় মঙ্গলবার (ডিসেম্বর ২৯) বেলা সাড়ে তিনটার দিকে এ কার্যক্রম শুরু হতে দেখা যায়।

এছাড়া লাকসাম পৌরসভায় দুপুর আড়াইটার দিকে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় সাড়ে তিনটার দিকে।

বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম।

কুমিল্লার ছয়টি পৌরসভায় মোট কেন্দ্র ৮৬টি ও ভোটার সংখ্যা এক লাখ ৭২ হাজার।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।