ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

সাভারে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সাভারে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম

সাভার (ঢাকা): আসন্ন পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অন্যান্য এলাকার মতো সাভার পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে।



পৌরসভা নির্বাচনে রির্টানিং কর্মকর্তা শাহ আলম বাংলানিউজকে জানান, সকাল থেকেই উপজেলা অডিটরিয়াম থেকে নানা সরঞ্জাম‍াদি বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
‘এখান থেকে পৌরএলাকার ৮০টি কেন্দ্রে পুলিশি পাহারায় স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, সিল, অমোচনীয় কালিসহ নানা উপকরণ পাঠানো হয়েছে। ’

এবার সাভার পৌরসভা নির্বাচনে ৭ মেয়র, সংরক্ষিত নারী আসনে ১৩ নারী এবং সাধারাণ কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাভারে ভোটার রয়েছে এক লাখ ৬৯ হাজার ৮৫৪। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সাভারে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিপুল পরিমাণ বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।