ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

সরিষাবাড়ীতে ১৮ কেন্দ্রের মধ্যে সবক’টিই ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
সরিষাবাড়ীতে ১৮ কেন্দ্রের মধ্যে সবক’টিই ঝুঁকিপূর্ণ

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনের ১৮টি ভোটকেন্দ্রের সবগুলোই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে সরকারিভাবে এগুলোকে ঝুঁকিপূর্ণ না বলে অধিক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে।



সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
 
উল্লেখ্য, সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, নয়টি ওয়ার্ডের জন্য সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরিষাবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৬১৭। এর মধ্যে নারী ভোটার ১৯ হাজার ৩০ জন ও পুরুষ ভোটার ১৮ হাজার ৫৮৭ জন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।