ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

কুমিল্লা থেকে আবু খালিদ

এখন ভোট গ্রহণের অপেক্ষা

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এখন ভোট গ্রহণের অপেক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা থেকে: পূর্ব আকাশে লাল আভায় ধীরে ধীরে আলো ছড়িয়ে দিচ্ছে সূর্য। কুয়াশাও কেটে যাচ্ছে।

এমন পরিবেশে গ্রামের মেঠোপথ ধরে পৌর ভোটাররা ভোট কেন্দ্রের দিকে ছুটছেন পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে।

এদিকে, ভোর থেকেই ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ অন্যান্যরা ভোট গ্রহণের শেষ মুহুর্তের কার্যক্রম সারছেন।

বুধবার( ৩০ ডিসেম্বর) ভোর থেকে কুমিল্লা জেলার বিভিন্ন পৌরসভার ভোট কেন্দ্র ও এলাকায় এ দৃশ্য দেখা গেছে।
 
চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডে ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শেষ মুহুর্তের প্রস্তুতির নানা দৃশ্য। কেন্দ্রের দিকে ভোটাররা যেতে শুরু করেছে। বিশেষ করে নারী ভোটাররা আগেই চলে আসছেন কেন্দ্রে। ঘড়ির কাটায় ৮টা বাজতেই ভোট গ্রহণ শুরু হবে বলে জানালেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ।

প্রার্থীদের সমর্থকরা ইতোমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। এখন ভোট গ্রহণের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
একে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।