ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

সিল দেওয়া ভোট জব্দ

কালকিনিতে ২ কেন্দ্রের ভোট স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কালকিনিতে ২ কেন্দ্রের ভোট স্থগিত

মাদারীপুর: সিল দেওয়া ভোট জব্দ করে মাদারীপুরের কালকিনি পৌরসভায় ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পৌরসভা নির্বাচনের দিন বুধবার সকালে ভোট শুরুর আগেই এ ঘটনা ঘটে।



কালকিনি পৌরসভার রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন মিঞা বাংলানিউজকে বলেন, ভোট শুরুর আগেই পৌরসভার দক্ষিণ জনারদন্দী কেন্দ্রে ৫০৩টি ও কাষ্ঠঘর কেন্দ্রে ৮০০ সীল দেয়া ভোট জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন।

তবে এ পৌরসভার অন্যসব কেন্দ্রের ভোট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

** শুরুর আগেই ভোট বন্ধ বরুড়ায়

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।