ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

নির্বাচন

পাবনায় ভোট হচ্ছে উৎসবমুখর পরিবেশে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পাবনায় ভোট হচ্ছে উৎসবমুখর পরিবেশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার ৭টি পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীতের কারণে সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে।

কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবার(৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাবনা জিলা স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রাণ কৃষ্ণ মন্ডল বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ছে বলেও তিনি জানান।

এছাড়া সুজানগর, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, ঈশ্বরদী পৌরসভাতেও শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।