ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

ভূয়াপুরে হামলায় আহত আ’লীগের বিদ্রোহী প্রার্থী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভূয়াপুরে হামলায় আহত আ’লীগের বিদ্রোহী প্রার্থী

টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের ভূয়াপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চলের ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাসুদুল হক মাসুদের সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বাহাদীপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তারিকুল ইসলাম চঞ্চলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ তার।

এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুমদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির করে বলেন, এ হামলার ঘটনার পর প্রতি কেন্দ্রে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএফ/ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।