ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

নির্বাচন

কুমিল্লা থেকে ‍আবু খালিদ

নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন মকছেদুর

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন মকছেদুর ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা থেকে: শীতের সকালে আড়মোড়া ভেঙে কুমিল্লার পৌরসভা নির্বাচনের ভোটাররা ছুটছেন কেন্দ্রে-কেন্দ্রে।

এদেরই একজন ৭০ বছরের বৃদ্ধ মকছেদুর রহমান।

নিজের ভোটটি দেওয়ার তর সইছিল না তার। কিন্তু কেন্দ্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই তার।

তবুও ভোট দেওয়ার তাগিদে নাতির কোলে চড়ে অবশেষে কেন্দ্রে এসেছেন তিনি।

কথা হয় কুমিল্লার  চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা কেন্দ্রে ভোট দিতে আসা এ বৃদ্ধের সঙ্গে।

তিনি বাংলানিউজকে বলেন, শেষ বয়সে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোট যেন ভালোভাবে হয় এটাই তার প্রত্যাশা।

এদিকে, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে পৌরসভার

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক-উদ্দীপনার এমন চিত্র।

ভোটাররা জানান, তারা ভোট দিতে নির্দিষ্ট সময়ের আগ থেকেই কেন্দ্রে এসেছেন। ফলে তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলো পরিণত হয়েছে অনেকটা উৎসবস্থলে। এতে কিছু কেন্দ্রে স্থান সংকট দেখা দেয়।

এদিকে, বয়স্ক ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা রিকশা ও অটোরিকশার ব্যবস্থা করেছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
একে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।