ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

নির্বাচন ঘিরে বিএনপি ষড়যন্ত্র করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নির্বাচন ঘিরে বিএনপি ষড়যন্ত্র করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয় থেকে: গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠ‍ুভাবে চলুক এটা বিএনপির উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা। তারা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে।

শেষ পর্যন্ত নির্বাচনের কোন খেলা পর্যন্ত তারা থাকে তা বলা যাচ্ছে না।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে নির্ব‍াচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বিএনপির দফতর সম্পাদক রুহুল কবীর রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি এ ধরনের কথা বলেছে। শুধু এ ধরনের কথাই নয়, নির্বাচন ঘিরে তারা মুক্তিযুদ্ধ নিয়ে নিয়ে কটাক্ষ করেও কথা বলছে।

তিনি আরও বলেন, বিএনপি বারবার উত্তেজক কথা বলছে নির্বাচন ঘিরে। এ ধরনের কথা তারা বলবেন এটা আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।