ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

চৌমুহনীতে ককটেল বিস্ফোরণ, ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চৌমুহনীতে ককটেল বিস্ফোরণ, ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় দুই কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরু হয়।

এরপর সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুই নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসার আশপাশে এ ঘটনা ঘটে।


এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেন্দ্র দু’টিতে ভোটগ্রহণ স্থগিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।

চৌমুহনী পৌর নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।