ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

বেলকুচিতে ব্যাপক উৎসাহে চলছে ভোটগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বেলকুচিতে ব্যাপক উৎসাহে চলছে ভোটগ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ পৌরসভার ২৫টি  ভোটকেন্দ্রে  একযোগে ভোটগ্রহণ শুরু হয়।



তবে সকালের দিকে ঘন কুয়াশার কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

কামারপাড়া আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, এ দুটি ভোট কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা সকালে কিছুটা কম থাকলেও এখন বাড়ছে।

আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালের দিকে ভোটার উপস্থিতি তেমন না হলেও সকাল ৯টার পর থেকে বাড়তে শুরু করেছে।

তিনি আরও জানান, সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৭শ’ ৩৫টি। এখন পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। এ কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৮শ’ ৮৩ জন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাস বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বিএনপি প্রার্থী হাজী জামাল উদ্দিন ভুইয়া জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।