ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

ভোটগ্রহণ বন্ধ

নগরকান্দায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নগরকান্দায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: জেলার নগরকান্দা পৌরসভার আট নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের পর থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী বকুল চন্দ্র শীল আহত হয়েছেন।
জানা যায়, আট নম্বর ওয়ার্ডের নগরকান্দা মহাবিদ্যালয়ে ভোট চলাকালীন কাউন্সিলর প্রার্থী বকুল চন্দ্র শীল (টেবিল ল্যাম্প) ও কাউন্সিলর প্রার্থী আমিন ফকির (পাঞ্জাবি) লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে ভোট চাওয়ার সময় হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় আমিন ফকিরের আঘাতে আহত হন বকুল চন্দ্র।

এ ঘটনার পর সকাল ১০টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।