ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন

বোরহানউদ্দিনে জাল ভোট দিতে আসা যুবককে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বোরহানউদ্দিনে জাল ভোট দিতে আসা যুবককে কারাদণ্ড

ভোলা: ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রে জাল ভোট দিতে আসা এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (৩০ ডিসেম্বর) ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার তিন ঘণ্টার মাথায় মো. হুমায়ন কবির (২৫) নামে এক যুবক ভোটারদের লাইনে দাঁড়ান।



এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বরতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশারের কাছে অভিযোগ করেন ওই যুবক এই এলাকার ভোটার নন।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জাল ভোট দিতে আসার অভিযোগে হুমায়ন কবিরকে দুই মাসের কারাদণ্ড দেন ম্যাজেস্ট্রেট।
 
কারাদণ্ডপ্রাপ্ত হুমায়ন কবিরের বাবার নাম আব্দুল মালেক।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।