ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শেরপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শেরপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: শান্তিপূর্ণভাবে শেরপুর জেলার চারটি পৌরসভার ৬৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র জেলার সবগুলো ভোটকেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলার নির্বাচন কর্মকর্তারা সঙ্গে কথা বলে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলার খবর পাওয়া যায়।

চারটি পৌরসভায় মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৫২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেরপুর জেলার নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, চার পৌরসভায় মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ৬৪ হাজার ৮০ জন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।