ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

নির্বাচন

মুন্সীগঞ্জে কাউন্সিলর প্রার্থী পেটালেন মেয়রপ্রার্থীকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মুন্সীগঞ্জে কাউন্সিলর প্রার্থী পেটালেন মেয়রপ্রার্থীকে

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন পেটালেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে।
 
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বাক-বিতণ্ডা হয়। এসময় কাউন্সিলর প্রার্থী মকবুল নিজেই লাথি, ঘুষি মারতে থাকেন মেয়রপ্রার্থী ফয়সালকে।
 
এ ঘটনায় পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মকবুলের নেতৃত্বে গুলি ছোড়া হয়। এতে দু’জন গুলিবিদ্ধ হন। পরে নিক্ষেপ করা হয় ককটেল।
 
এসময় মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সালের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।
 
তবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

সদর থ‍ানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইউনুস আলী বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।