ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফরিদগঞ্জে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ভোট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফরিদগঞ্জে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ভোট বন্ধ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার একটি কেন্দ্র দখল নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার কাছিয়াড়া মহিলা মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহফুজুল হক ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জিল হোসেন পাটওয়ারীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে দখল নিতে চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের কর্মীরাও দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড গুলি ছুড়ে বলে জানিয়েছেন ওই কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক।

এ ঘটনায় লোকজন আতঙ্কিত হয়ে চলে গেলে কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুস্তাফিজুর রহমান।

এদিকে, খবর পেয়ে ওই কেন্দ্র পরিদর্শন করেছেন ম্যাজিস্ট্রেট ও ৠাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।