ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নগরকান্দায় এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নগরকান্দায় এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ফরিদপুর: জেলার নগরকান্দা পৌরসভার ২নং ওয়ার্ডের মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।



তিনি বলেন, নগরকান্দা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদের (পাঞ্জাবি) সমর্থকরা জালভোট দিচ্ছেন বলে অভিযোগ উঠলে অপর কাউন্সিলর প্রার্থী লিয়াকত হোসেনের (উটপাখি) সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হন। একটা পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।


এদিকে, একই পৌরসভার ৮নং ওয়ার্ডের নগরকান্দা মহাবিদ্যালয় কলেজ কেন্দ্রে এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।