ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জে জেলা পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
হবিগঞ্জে জেলা পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

হবিগঞ্জ: হবিগঞ্জ সদরের জেলা পরিষদ ভবন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র পদে মনোনীত প্রার্থীর কর্মীরা কেন্দ্রটি দখলের চেষ্টা করলে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়।



বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে এ কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

প্রিজাইডিং অফিসার আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের কর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ সময় ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এদিকে, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিও আতাউর রহমান সেলিমের কর্মীরা দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।