ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

শ্রীবরদী ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শ্রীবরদী ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ৬

শেরপুর: শেরপুরের শ্রীবরদী পৌরসভার একটি ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আহত হয়েছেন ৬ জন।


 
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে শ্রীবরদী পৌরসভার এপিপিআই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে  কাউন্সিলর প্রার্থী হাবিবুল্লাহ ও শহিদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার পরপরই ঘটনাস্থলে দ্রুত র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ছয়জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফকির মাহমুদ (৬৫) ও আজিজুল হক (৪৫)। এই দুইজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।