ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

কেশবপুরে আ’লীগের ওপর বিএনপির হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কেশবপুরে আ’লীগের ওপর বিএনপির হামলার অভিযোগ

যশোর: যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে দু’টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থীর কর্মীদের ওপর বিএনপি প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার মডেল ও ভোগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।



কেশবপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার শরীফ রায়হান বাংলানিউজকে জানান, পৌরসভার মডেল ও ভোগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আঘাঘণ্টা ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে আনসার সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পৌরসভার ভোট হলেও গোটা উপজেলা থেকে প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রে ভিড় করছে। ফলে মাত্র দুইজন ম্যাজিস্ট্রেটের পক্ষে ১০ কেন্দ্র সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তবুও এখনও (দুপুর) সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।  

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ওই দুই কেন্দ্রে বিএনপি কর্মীদের হামলায় উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহদাৎ হোসেন ও নয়ন নামে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোনো কেন্দ্রে গোলযোগ হয়নি। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।